সুযোগ কাজে লাগাতে হবে : মুশফিক
স্পোর্টস ডেস্ক : বাঘ-সিংহের লড়াই শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার থেকে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামতে প্রস্তুত বাংরাদেশ-শ্রীলঙ্কা। জয়ের প্রত্যাশায় কঠোর অনুশীলনে নিজেদেরকে ঝালিয়েও নিয়েছে তারা।
সোমবার সকালে অনুশীলন করে সফরকারী দল শ্রীলঙ্কা। অতিথির পর স্বাগতিক বাংলাদেশ অনুশীলন করে। অনুশীলন শুরুর পূর্বে মুশফিকুর রহিম নিজেদের প্রস্তুতি নিয়ে মিডিয়ায় কথা বলেন। মুশফিক জানান, ‘চট্টগ্রামের মাটিতে বাংলাদেশের রেকর্ড ভালো। তাই ভালো ক্রিকেট খেলতে পারলে রেজাল্ট বাংলাদেশের পক্ষে আসা স্বাভাবিক।’
ভালো খেলার পরিকল্পনার কথা জানিয়ে মুশফিক বলেন, ‘সেশন বাই সেশন ভালো খেলতে চাই। বোলিং ও ফিল্ডিংয়ে আলাদাভাবে উন্নতি করতে হবে। এটলিষ্ট প্রথম টেস্টে আমরা যেটা করতে পারিনি সেটা এখানে করার সুযোগ আছে। জয়-পরাজয় পরের কথা। ধারাবাহিক ক্রিকেট খেলাটাই আমার কাছে চ্যালেঞ্জিং।’
এদিকে প্রথম টেস্টে টাইগার ব্যাটসম্যানরা ‘শর্ট’ বল নিয়ে বেশি সমস্যায় পড়েছিলেন। লঙ্কান পেসারদের তোপে অনেকে উইকেটও বিলিয়ে এসেছিলেন ‘শর্ট’ বলে। এবার এই সমস্যা মোকাবিলার পরিকল্পনা থাকছে তাদের।
এ বিষয়ে মুশফিক বলেন, ‘আমরা এখন জানি ওরা আমাদের নিয়ে কিভাবে প্ল্যান করবে। সেদিক থেকে বলবো আমরা যথেস্ট প্রস্তুতি নিয়েছি। ওই জায়গাগুলোতে যদি আমরা উন্নতি করতে পারি আশা করি এই টেস্টে আমাদের আরো ভালো ফলাফল আসবে।’
ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে খেলার পরামর্শ দিয়ে মুশফিক বলেন, ‘আমাদের ব্যাটসম্যানরা শেষ এক বছর যেভাবে খেলেছে সেভাবে খেলতে পারলেই বেশ ভালো একটা টেস্ট ম্যাচ হবে। প্রথম টেস্টে ব্যাটসম্যানদের কিছু সিলি মিসটেক ছিলো। যেগুলো নরমালি ওভারকাম করা যায়। চট্টগ্রামের উইকেটে লো বাউন্স হবে। আমি ব্যাক্তিগতভাবে ব্যাটসম্যানদের বলবো দায়িত্ব নিয়ে খেলতে। যারা পুল শট খেলতে পারে তারা অবশ্যই খেলবে। যারা খেলতে পারেনা তারা নিজেদের কন্ট্রোল করবে।’
এদিকে ঢাকা টেস্ট ব্যাটসম্যানদের সাথে সাথে বোলাররাও ছিলেন ফ্লপ। টাইগার বোলাররা প্রতিপক্ষের ২০ উইকেট তুলে নিতে সক্ষম হবেন কিনা এমন প্রশ্নের জবাবে মুশফিক বলেন, ‘আমার মনে হয় ২০ উইকেট নেওয়ার মতো বোলিং পাওয়ার আমাদের আছে। এটলিস্ট আমাদের সুযোগ কাজে লাগাতে হবে। বলা হয়ে থাকে ক্যাচ মিস তো ম্যাচ মিস। যে ক্যাচগুলো আসবে সবগুলো লুফে নেওয়াই আমাদের জন্য মঙ্গলজনক হবে।’
এদিকে প্রথম একাদশে পরিবর্তন আসবে কিনা জানতে চাইলে মুশফিক বলেন, ‘দলে খুব বেশি পরিবর্তন আসবে না। আমার মনে হয় এমন কেউ নেই যে যাকে দল থেকে বাদ দেওয়ার মতো খারাপ করেছে। ভারসাম্য বজায় রেখেই আমরা একটা দল সেট করার চিন্তা ভাবনা করছি।’