টসে জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক : আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি সকাল সাড়ে ৯টায় শুরু হয়েছে। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস।
বাংলাদেশ দলে আজ তিনটি পরিবর্তন আনা হয়েছে। তিন পেসারের পরিবর্তে এক পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। দলে ঢুকেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, আব্দুর রাজ্জাক ও ইমরুল কায়েস। বাদ পড়েছেন রবিউল ইসলাম, রুবেল হোসেন ও মার্শাল আইয়ুব।
এছাড়া শ্রীলঙ্কা দলেও দুটি পরিবর্তন হয়েছে। ইনজুরির কারণে খেলতে পারছেন না রঙ্গণা হেরাথ ও পেসার সামিন্দা ইরাঙ্গা। তাদের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন অজন্তা মেন্ডিস ও নুয়ান প্রদীপ।