বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Wednesday, January 8, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » পঞ্চম বিমসটেক শীর্ষ সম্মেলন আগামী বছর কলম্বোতে

পঞ্চম বিমসটেক শীর্ষ সম্মেলন আগামী বছর কলম্বোতে 

163505_bangladesh_pratidin_main-qimg-9186e0c2ea26a214fc1f87ea093771a6

বিমসটেক সদস্য দেশগুলোর পররাষ্ট্র সচিবদের সমন্বয়ে গঠিত বিমস্টেকের সিনিয়র অফিসার্স সভার (এসওএম) একুশতম অধিবেশন বুধবার শ্রীলঙ্কার কলম্বোয় ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। বিমসটেক সদস্য দেশের সচিব/সিনিয়র কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

বিমসটেকের বর্তমান চেয়ারম্যান শ্রীলঙ্কা ২০২১ সালে জানুয়ারির প্রথম দিকে পঞ্চম বিমসটেক শীর্ষ সম্মেলন এবং ১৭তম বিমস্টেক মন্ত্রী পর্যায়ের সভা অনুষ্ঠিত করতে তাদের প্রস্তুতির কথা ব্যক্ত করেন।

পররাষ্ট্র সচিবরা ফৌজদারি বিষয়সমূহের পারস্পরিক আইনি সহায়তা সম্পর্কিত বিমস্টেক কনভেনশন; শ্রীলঙ্কার কলম্বোতে বিমসটেক প্রযুক্তি স্থানান্তর সুবিধা (টিটিএফ) প্রতিষ্ঠা বিষয়ে মেমোরেন্ডাম অব এসোসিয়েশন; বিমসটেক চার্টার; এবং বিমসটেক সদস্য দেশগুলোর কূটনৈতিক একাডেমি /প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার লক্ষে পারস্পরিক সহযোগিতা সম্পর্কিত সমঝোতা স্বাক্ষরসহ কিছু গুরুত্বপূর্ণ আইনি বিষয় চূড়ান্ত করেছেন। পরবর্তী বিমসটেক শীর্ষ সম্মেলনে এই আইনি দলিলদস্তাবেজগুলো স্বাক্ষরিত হবে।

করোনা মহামারীটির বিরূপ প্রভাব মোকাবেলায় বিমসটেক কর্মকাণ্ডের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা প্রদানের বিষয়ে সকল কর্মকর্তাগণ সম্মত হন। বৈঠকে এই অঞ্চলে বৃহত্তর প্রকল্প সহায়তার তালিকা প্রনয়নের জন্য বিমসটেক সচিবালয় এবং এশিয়া উন্নয়ন ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারকটিকেও অনুমোদন দেওয়া হয়েছে।

বিমসটেকের পরবর্তী সেক্রেটারি জেনারেল পদের জন্য ভুটান থেকে প্রস্তাবিত তেনজিন লেকফেলকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্র সচিবরা। একইসাথে সভায় বিমসটেকের সদস্য রাষ্ট্র বাংলাদেশ থেকে সেক্রেটারি জেনারেল পদে আসীন বিদায়ী এম শহীদুল ইসলামেরও ভূয়সী প্রশংসা করা হয়। কেননা, তিন বছর মেয়াদে তিনি সংস্থাটিকে অধীকতর গতিশীল করতে যথার্থরূপে শক্তিশালী নেতৃত্ব প্রদানের মাধ্যমে অসাধারণ অবদান রেখেছেন।

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক) হলো বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড মিলিয়ে একটি সাত-জাতীয় আঞ্চলিক সংস্থা। ৫ম বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার সাথে সাথে শ্রীলঙ্কা কাছে হতে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান পদটি থাইল্যান্ডের কাছে যাবে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone