শহীদ কমিশনার অস্ত্রসহ গ্রেফতার
কাজী আমিনুল হাসান, ঢাকা : পুরনো ঢাকার গেন্ডারিয়ার নিজ বাসা থেকে গ্রেফতার হয়েছেন বহুল আলোচিত শহীদ কমিশনার।
মঙ্গলবার ভোরে র্যাব-১০ এর একটি দল তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ৬২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হাবিবুর রহমান জানান, শহীদ কমিশনারের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। এছাড়াও বিএনপি নেতা এডভোকেট হাবীবুর রহমান মন্ডল হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সে। যদিও পরবর্তীতে হাইকোর্টের আদেশে বেরিয়ে যায় শহীদ কমিশনার।
আজ তাকে আদালতে হাজির করা হতে পারে বলে র্যাব সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, গত দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান আলোচিত এই ব্যক্তি।