বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Wednesday, January 8, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার গোলাম সারওয়ার

মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার গোলাম সারওয়ার 

123009_bangladesh_pratidin_golamsarwar

বর্তমানে ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ারকে মালয়েশিয়ায় হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

তিনি ১০ম বিসিএস’র মাধ্যমে পররাষ্ট্র ক্যাডারে যোগদান করেন।

তিনি তার কূটনীতি পেশায় ইয়াংগুন, কুয়ালালামপুর, কাঠমান্ডু, ওয়াশিংটন ডিসি ও জেদ্দায় বাংলাদেশ মিশনে বিভিন্ন দায়িত্ব নিয়োজিত ছিলেন।

ওমানের বর্তমান দায়িত্বের আগে তিনি সুইডেনে রাষ্ট্রদূতের পাশাপাশি নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড এবং আইসল্যান্ডেও দায়িত্ব পালন করেন।

এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

গোলাম সারওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত ও দুই পুত্র সন্তানের জনক।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone