দুই উইকেট হারিয়ে রক্ষণাত্মক খেলায় শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামের মাটিতে টসে জিতে ব্যাটিং করতে নেমে ৪৯ রানে দ্বিতীয় উইকেট হারালো শ্রীলঙ্কা। অর্ধশতক পূর্ণ হওয়ার আগেই দুই ওপেনারকে সাজঘরে পাঠান বাংলাদেশী বোলার সোহাগ ও আল আমিন।
২8 ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ : ৭০/২
১৬ ওভারের শেষ বলে সোহাগ গাজীর এলবিডব্লিউর ফাঁদে ধরা পড়েন কৌশল সিলভা(১১)। মিডেল স্ট্যাম্প বরাবর থাকা বলটি পা দিয়ে ঠেকান সিলভা। আবেদন করা মাত্রই আঙ্গুল উচিয়ে আউটের ইঙ্গিত দেন আম্পায়ার।
ধীর গতিতে চলা লঙ্কানদের রানের গতিতে দুই উইকেট হারিয়ে যেন অনেকটাই স্থবিরতা চলে এসেছে। মাত্র দশ রানে ব্যবধানে দুই উইকেট হারিয়ে অনেকটাই রক্ষণাত্মক খেলছেন ক্রিজে থাকা দুই ব্যটসম্যান জয়বর্ধানে (১০) ও সাঙ্গাকারা (১৪)।
২০.৩ ওভার তিন বলে পেসার আল আমিনের বলে মাহমুদউল্লার কাছে বল তুলে দেন দিমুথ করুণারত্নে (৩১)।
এদিকে বাংলাদেশ দলের মূল একাদশ থেকে বাদ পড়েছেন মার্শাল আইয়ুব, রুবেল হোসেন ও রবিউল ইসলাম। দলে এসেছেন আলরাউন্ডার মাহমুদউল্লাহ ও স্পিনার আব্দুর রাজ্জাক।