বাংলাদেশে সপ্তাহে সাতদিনই ফ্লাইট চালাবে তার্কিশ এয়ারলাইন্স
ঢাকা থেকে ইস্তাম্বুল রুটে সপ্তাহের সাতদিনই ফ্লাইট পরিচালনা করবে তুরস্কভিত্তিক তার্কিশ এয়ারলাইন্স। আগামী ১ অক্টোবর থেকে বর্ধিত ফ্লাইটটি ঢাকা রুটের যাত্রী পরিবহন শুরু করবে বলে জানিয়েছে তুরস্কের পতাকাবাহী বিমান সংস্থাটি।
গত ১৭ জুলাই ঢাকা থেকে সপ্তাহে তিনটি করে ফ্লাইট চালু করেছিল তার্কিশ এয়ারলাইন্স। এরপর সেপ্টেম্বরে সপ্তাহে পাঁচটি ফ্লাইট করা হয়। যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে এবার ১ অক্টোবর থেকে সপ্তাহে প্রতিদিনই ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি।
এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, ১ অক্টোবর থেকে প্রতিদিন স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ফ্লাইটটি তুরস্কের ইস্তাম্বুল থেকে উড়াল দেবে এবং পরদিন বাংলাদেশ সময় ভোর ৫টা ৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে। ঢাকা থেকে প্রতিদিন ভোর ৬টা ৩৫ মিনিটে রওনা দিয়ে তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ১০ মিনিটে ইস্তাম্বুল পৌঁছবে।