বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, January 6, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » নিজের অবস্থান থেকে সরে আসলেন ট্রাম্প, থাকছেন না জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে

নিজের অবস্থান থেকে সরে আসলেন ট্রাম্প, থাকছেন না জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে 

135800_bangladesh_pratidin_donald-trump

আগামী সপ্তাহে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার তার চিফ অব স্টাফ এয়ার ফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের এ কথা জানান।

এ সিদ্ধান্ত ট্রাম্পের আগের সিদ্ধান্ত থেকে সরে আসার ইঙ্গিত। কেননা, গত মাসে ট্রাম্প বলেছিলেন, করোনাভাইরাসের কারণে বিশ্বের অন্য নেতারা দূরে অবস্থান করলেও তিনি নিউইয়র্কে সাধারণ পরিষদের সভাকক্ষে সরাসরি উপস্থিত থেকে তার ভাষণ দিতে চান।

হোয়াইট হাউস চিফ অব স্টাফ এ বিতর্কের একেবারে ইতি টেনে উইসকনসিন রুটের সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনে সরাসরি উপস্থিত থাকছেন না।

স্বাস্থ্য ঝুঁকির কারণে জাতিসংঘের এ অধিবেশন প্রধানত ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

এ বছর সাধারণ পরিষদের অধিবেশনের সপ্তাহব্যাপী মূল পর্ব ২১ সেপ্টেম্বর শুরু হয়ে ২৯ সেপ্টেম্বর শেষ হবে। এ পর্বে বিশ্ব নেতারা ভাষণ দিয়ে থাকেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone