মোদির জন্মদিনে শুভেচ্ছা জানায়নি চীন ও পাকিস্তান
বৃহস্পতিবার ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০তম জন্মদিন।এদিন বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোদিকে শুভেচ্ছা জানানো হলেও প্রতিবেশী দুই দেশ-চীন ও পাকিস্তান এই শিষ্টাচার দেখায়নি।খবর আনন্দবাজারের।
প্রতিবেদনে বলা হয়, মোদির জন্মদিনে অভিনন্দন এসেছে বিদেশ থেকেও। ‘বন্ধু’ বলে সম্বোধন করে অভিনন্দন জানিয়েছেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন।
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ‘ডিয়ার নরেন্দ্র’-কে জার্মান ও ইংরেজি দুভাষাতেই অভিনন্দন জানান।
অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও।
সম্প্রতি নানা বিষয়ে বিবাদ চললেও ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।
তবে প্রধানমন্ত্রীর জন্মদিনে কোনও শুভেচ্ছা আসেনি চীন থেকে। নীরব ছিল পাকিস্তানও।