আজও পাইকারি বাজারে পিয়াজের দাম কমেছে
ভারত পিয়াজ রফতানি বন্ধ ঘোষণার পর থেকেই অস্থির হয়ে উঠেছিল দেশের পিয়াজের বাজার। কয়েক দিনের ব্যবধানে পিয়াজের দাম দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছিল। তবে ভারত থেকে পিয়াজ আসার খবরে দফায় দফায় পাইকারি বাজারে কমছে পিয়াজের দাম।
তিনদিনে পাইকারি বাজারে দেশি পিয়াজের দাম কেজিতে কমেছে ২৫ টাকা পর্যন্ত। আমদানি করা ভারতীয় পিয়াজের দাম কমেছে ১০ টাকা।
রাজধানীর কারওয়ানবাজারে আজ দেশি পিয়াজ বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়। ভারতীয় পিয়াজ ৫২ থেকে ৫৫ টাকায়। গতকালও প্রায় একই দামে বিক্রি হয় পিয়াজ।
বিক্রেতারা বলছেন, আটকে থাকা ভারতীয় পিয়াজের বড় অংশ পচে যাওয়ায় তা বিক্রি করা যাচ্ছে না। পিয়াজ নষ্ট না হলে ভারতীয় পিয়াজ আরও কম দামে বিক্রি হতো বলেও জানান তারা।
এদিকে, ক্রেতারা বলছেন, পিয়াজের সংকট না থাকলে দাম আরও কমা উচিত।