নতুন মিশনে নামছেন হৃদয় খান
বিনোদন ডেস্ক : হৃদয় খান অল্প সময়ে নিজের মেধা দিয়ে মিউজিক ইন্ডাস্ট্রিজে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। সবচেয়ে বড় ব্যাপার অনেক শিল্পীকে তিনি ভিন্নভাবে উপস্থাপন করে কুড়াচ্ছেন বাহবা।
এর আগে সোনিয়া, পান্না, সন্দীপন, মিমি প্রমুখ শিল্পীর একক অ্যালবাম তৈরি করেছিলেন হৃদয় খান। এই শিল্পীরা আগে থেকে শ্রোতাদের কাছে পরিচিত হলেও হৃদয়ের মাধ্যমে পেয়েছেন নতুন পরিচিত। গানেও এসেছে ভিন্নতা। শ্রোতারাও লুফে নিয়েছে গানগুলো। এবার নতুন মিশনে নেমেছেন এ গায়ক-সুরকার-সংগীত পরিচালক।
সম্প্রতি তরুণ সংগীতশিল্পী সোহেল মেহেদীর একক অ্যালবাম তৈরির কাজে হাত দিয়েছেন তিনি। এরই মধ্যে তিনটি গানও তৈরে তৈরি হয়ে গেছে। গানগুলো লিখেছেন রবিউল ইসলাম জীবন ও গুঞ্জন রহমান। সব ঠিকঠাক থাকলে চলতি বছরই অ্যালবামটি বাজারে আসবে। এ প্রসঙ্গে হৃদয় খান বলেন, ‘সোহেল মেহেদীর সঙ্গে আমার পরিচয় অনেক দিনের। বিভিন্ন অনুষ্ঠান এবং অ্যালবামে তার গান শুনেছি। এবার তার জন্য গান তৈরি করছি। এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ!’
সোহেল মেহেদী বলেন, ‘হৃদয় খান আমার একক অ্যালবামের করার দায়িত্ব নিয়েছেন। এটা আমার জন্য ইতিবাচক একটা দিক। আমাদের দুজনেরই ইচ্ছা ভালো কিছু গান তৈরি করা।’
সোহেল মেহেদী আরও জানান, ‘সবগুলো গানের কাজ শেষ হলে বাছাই করে ২-৩টি গান মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হবে।’