বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Thursday, January 9, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » রাষ্ট্রপতির কাছে সুইডিশ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

রাষ্ট্রপতির কাছে সুইডিশ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ 

140944_bangladesh_pratidin_abdulhamid

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে গতকাল বুধবার নিজের পরিচয়পত্র পেশ করেছেন সুইডেনের নবনিযুক্ত রাষ্ট্রদূত আলেক্সান্দ্রা বার্গ ফন লিন্ডে। পরিচয়পর্ব শেষে বাংলাদেশ-সুইডেনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা করেন তারা।

অনুষ্ঠানের পর লিন্ডে জানান, দেশ ও জনগণের মধ্যে বন্ধুত্বের বিষয়টি অনেক ভূমিকা রাখে, বিশেষ করে বিশ্বব্যাপী বর্তমান চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হবার সময় সেটা আরও গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, সুইডেনের বাকি দল নিয়ে নিজেদের বাংলাদেশি অংশীদারদের সাথে সম্মিলিতভাবে একটি শক্তিশালী অংশীদারিত্ব করার প্রত্যাশায় রয়েছেন তিনি।

এছাড়াও রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বাংলাদেশ-সুইডেনের প্রায় পঞ্চাশ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণের পাশাপাশি বছরের পর বছর ধরে  বাণিজ্য ও বিনিয়োগ বাড়ার সাথে সম্পর্কগুলো আরও বিস্তৃত হয়েছে বলেও মন্তব্য করেন লিন্ডে।

সুইডিশ দূতাবাস জানায়, বাংলাদেশে অবস্থানরত প্রায় দশ লাখ রোহিঙ্গা শরণার্থীকে সহায়তা করার ক্ষেত্রে বাংলাদেশি প্রচেষ্টার অংশীদার হিসেবে রয়েছে সুইডেন।

এছাড়াও বাংলাদেশকে করোনা মহামারী মোকাবেলার জন্য ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনা দিয়েছে স্টিফান লোফভেন প্রশাসন। ২০০৬ সালে সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন লিন্ডে। আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতার লক্ষ্যে বিগত দুই মন্ত্রীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তার আগের দায়িত্বের মধ্যে আফগানিস্তান, ভারত এবং জাতিসংঘে সুইডেনের স্থায়ী মিশন অন্তর্ভুক্ত।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone