ধাপে ধাপে টিকিট পাবেন সৌদি প্রবাসীরা
টোকেনের ভিত্তিতে ধাপে ধাপে টিকিট পাবেন সৌদি আরব গমনেচ্ছু প্রবাসীরা। বৃহস্পতিবার থেকেই এই কার্যক্রম শুরু হয়েছে। পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিজি) রুবায়েত জামান এই তথ্য জানান।
বৃহস্পতিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে ভিড় করেন টিকিট প্রত্যাশীরা। তাদের বলা হয়, আজ ১ থেকে ৫০০ নম্বর টোকেনধারীদের টিকিট দেওয়া হবে। শুক্রবার ৫০১ থেকে ৮৫০, শনিবার ৮৫১ থেকে ১২০০, রবিবার ১২০১ থেকে ১৫০০ নম্বর টোকেনধারীদের টিকিট দেওয়া হবে।
এছাড়া যারা এখনো টোকেন পাননি, তাদেরকে আগামী ২৯ সেপ্টেম্বর আসতে বলা হয়েছে।
Posted in: জাতীয়