ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করবে আরও একটি আরব রাষ্ট্র
ইসরায়েলের সঙ্গে আরো একটি আরব রাষ্ট্র স্বাভাবিক সম্পর্ক করতে যাচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্র প্রতিনিধি। গতকাল বুধবার সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাতকারে একথা বলেন যুক্তরাষ্ট্র প্রতিনিধি ক্যালি ক্রাফ্ট।
ক্রাফ্ট বলেন, ‘আমার জানা মতে শিগগির অনেক রাষ্ট্র ঘোষণা দিতে যাচ্ছে। এছাড়া আগামী দুই এক দিনের মধ্যে একটি দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে।’ ক্রাফ্ট আরো বলেন, ‘আরো কিছু দেশকে ইসরায়েলের সঙ্গে চুক্তিতে আনার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র।’
গত ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পৃষ্ঠপোষকতায় ইসরায়েলের সঙ্গে আমিরাত ও বাহরাইন স্বাভাবিক সমর্কের চুক্তি স্বাক্ষর করে।