উলফাকে শক্তিশালী করতেই আনা হয় ১০ ট্রাক অস্ত্র’
আদালত প্রতিবেদক : বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র আটক ও চোরাচালানের দুই মামলার ৫১৬ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।
বিভাগীয় স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক এস এম মুজিবুর আজ মঙ্গলবার দশ ট্রাক অস্ত্র আটক মামলার ২৫৬ পৃষ্ঠার এবং অস্ত্র চোরাচালান মামলার ২৬০ পৃষ্ঠার রায়ে স্বাক্ষর করেন।
রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফাকে শক্তিশালী করতেই এই অস্ত্রগুলো আনা হয়েছিল এবং বাংলাদেশের চট্টগ্রাম বন্দরকে রুট হিসেবে ব্যবহার করেছে।
পূর্ণাঙ্গ রায়ে আদালত আট পৃষ্ঠা করে মোট ১৬ পৃষ্ঠার পর্যবেক্ষণ তুলে ধরেছেন। পর্যবেক্ষণের শুরুতে আদালত বলেছেন, প্রতিবেশী দেশের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফাকে শক্তিশালী করতে দশ ট্রাক অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল। বাংলাদেশের দু’টি গোয়েন্দা সংস্থার শীর্ষ কয়েকজন কর্মকর্তা এতে সহযোগিতা করেছিলেন। বিষয়টিতে আদালত বিস্মিত হয়েছেন।
এদিকে রায়ের কপি আজ-কালের মধ্যেই উচ্চ আদালতে এবং চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে বলে আদালত সূত্রে জানা গেছে।
রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার ৩০ দিনের মধ্যে আসামি পক্ষ চাইলে উচ্চ আদালতে আপিল করতে পারবেন।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি দশ ট্রাক অস্ত্র মামলার রায় ঘোষণা করা হয়। এ মামলার রায়ে জামায়াতে ইসলামীর আমির ও সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উলফা নেতা পরেশ বড়ুয়াসহ ১৪ জনের মৃত্যুদ-াদেশ দেন আদালত। এছাড়া অস্ত্র মামলায় ওই ১৪ জনকেই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন আদালত।