বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Tuesday, January 7, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » এবার মার্কিন বিমানবাহী রণতরী পর্যবেক্ষণের ভিডিও ফুটেজ প্রকাশ করল ইরান

এবার মার্কিন বিমানবাহী রণতরী পর্যবেক্ষণের ভিডিও ফুটেজ প্রকাশ করল ইরান 

132023_bangladesh_pratidin_Iran_IRGC

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটজের নেতৃত্বাধীন নৌবহরের তৎপরতা পর্যবেক্ষণের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। দেশে তৈরি ড্রোনের সাহায্যে মার্কিন নৌবহরের সার্বিক তৎপরতা পর্যবেক্ষণ করেছে ইরানের এই এলিট ফোর্স।

গত ১৮ সেপ্টেম্বর মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটজের নেতৃত্বে মার্কিন নৌবহরটি পারস্য উপসাগরে প্রবেশ করেছে। এটি হরমুজ প্রণালীও অতিক্রম করে। প্রথম থেকেই মার্কিন নৌবহরের সার্বিক তৎপরতা পর্যবেক্ষণ করেছে ইরানের ড্রোন বহর।

ইরানি ড্রোনগুলো থেকে পাঠানো ভিডিও ফুটেজ থেকে নৌবহরের যুদ্ধযানগুলোর গতি-প্রকৃতিসহ রণতরীতে অবস্থানরত জঙ্গিবিমানগুলোর অবস্থা স্পষ্ট বুঝা যাচ্ছে।

আমেরিকার এই নৌবহরে নিমিটজ রণতরীর সঙ্গে রয়েছে ডেস্ট্রওয়ারসহ কয়েকটি যুদ্ধজাহাজ। ইরান প্রথম থেকেই বলে আসছে, পারস্য উপসাগরে যেকোনও বিদেশি বাহিনীর সব তৎপরতা তাদের পুরোপুরি পর্যবেক্ষণে রয়েছে

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone