স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে পাশে থাকার ঘোষণা কুয়েতের
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে ফিলিস্তিনবাসীর পাশে থাকার ঘোষণা দিয়েছে কুয়েত। ফিলিস্তিনের পাশে থাকার ঘোষণা দিয়ে কুয়েতের সংবাদ মাধ্যম আল কাবাস-এ বলা হয়, ‘ফিলিস্তিনের স্বাধীনতা আমাদের প্রধান ইস্যু। এটি আরব ও মুসলিমদের প্রধান ইস্যু।’
সোমবার সাপ্তাহিক বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানায় কুয়েত ক্যাবিনেট।
ক্যাবিনেটের পক্ষ থেকে আরো বলা হয়, ‘আন্তর্জাতিক আইন, আরব পিস ইনিশিয়েটিভের আলোকে ১৯৬৭ সালের ৪ জুনের সীমারেখায় জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করে দ্বি-রাষ্ট্রীয় সমাধানে আগ্রহী কুয়েত।’
গত সোমবার কুয়েতের ৪১টি প্রতিষ্ঠান সংসদ অধিবেশন ডেকে ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ককে ‘অপরাধ’ হিসেবে একটি আইন পাস করে।
প্রতিষ্ঠানগুলো এক যৌথ বিবৃতিতে বলে, ‘কুয়েতের স্বাধীন জনগণের সঙ্গে একাত্মতা পোষণ করে আমরা একটি সংসদ অধিবেশনের ডাক দিই। যেন সরকার দ্রুততর সময়ে ইহুদিবাদী শত্রুদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনকে অপরাধ হিসেবে আইন পাস করে।’ বিবৃতিতে বলা হয়, ‘কুয়েত সরকার ও জনগণের সঙ্গে সংগতি রেখে কুয়েতের বিরুদ্ধে সব প্রচেষ্টাকে আমরা প্রত্যাখ্যান করি।’
তাতে আরো বলা হয়, ‘কুয়েত ফিলিস্তিন ইস্যুর ন্যায্য সমাধানে সব ধরনের প্রচেষ্টা ও সহায়তা প্রদান করে। শরণার্থীদের প্রত্যাবর্তন ও দখলদারির অবসান করে ফিলিস্তিনবাসীর সংকট নিরসনে ভূমিকা রাখে কুয়েত।’