বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Saturday, January 11, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » জানা-অজানা » তিনটি জমজ কন্যা সন্তান প্রসব করেছে কাজল রানী

তিনটি জমজ কন্যা সন্তান প্রসব করেছে কাজল রানী 

barisal photo=01_24699

বরিশাল প্রতিনিধি : বরিশাল নগরীর বেসরকারি হাসপাতাল আইসিস-এ অস্ত্রোপচারের মাধ্যমে একই সাথে তিনটি জমজ কন্যা সন্তান প্রসব করেছে স্কুল শিক্ষিকা কাজল রানী হালদার (২৮)।

মঙ্গলবার সকালে কাজলের চিকিৎসক ডাঃ নজরুল ইসলাম জানান, প্রসূতি মা কাজল ও তার নবজাতক তিন শিশু সুস্থ রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কাজল রানী হালদার বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী গ্রামের বাসিন্দা ও প্রকৌশলী চিন্ময় হালদারের স্ত্রী । তিনি একই উপজেলার বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

কাজলের স্বজনেরা জানান, গত ৮দিন পূর্বে কাজলের প্রসব বেদনা উঠলে তাকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে চিকিৎসকেরা তার গর্ভে দুটি সন্তানের অবস্থান জানতে পেরে তাকে দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। শনিবার কাজলকে শেবাচিম হাসপাতালে ভর্তি না করে আইসিস হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর চিকিৎসকরা পুনরায় কাজলের আল্ট্রাসনোগ্রাম করে গর্ভে ৩টি সন্তানের বিষয়টি নিশ্চিত হন। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সফল অস্ত্রোপচারের মাধ্যমে কাজল রানী তিনটি কন্যা সন্তান প্রসব করেন।

চিন্ময় হালদারের বড় ভাবী মল্লিকা রানী জানান, তিন কন্যার নাম পদ্মা, মেঘনা ও যমুনা রাখা হয়েছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone