বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Tuesday, January 7, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » মিসরে সিসি বিরোধী বিক্ষোভে একজনের মৃত্যু

মিসরে সিসি বিরোধী বিক্ষোভে একজনের মৃত্যু 

142054_bangladesh_pratidin_Esypt_Sisi_

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তা এল-সিসি’র বিরুদ্ধে বিক্ষোভ চলছে কয়েক দিন ধরে। বিক্ষোভের ষষ্ঠদিন শুক্রবার পুলিশের ধর পাকড়ের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। খবর আল-জাজিরা’র।

শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানী কায়রোসহ দেশটির বিভিন্ন শহরে সিসি বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়। আর এই বিক্ষোভের নাম দেওয়া হয়- ‘দ্রোহের শুক্রবার’।

বৃহত্তর কায়রো এলাকার হেলওয়ানে অনুষ্ঠিত এক মিছিলের ভিডিও ফুটেজে বিক্ষোভকারীদের বলতে শোনা যাচ্ছে- “ভয় পাবেন না, জোরে বলুন- এল সিসিকে সরে যেতে হবে।”

গিজা এলাকার বিক্ষোভে দেখা গেছে, আন্দোলনকারীরা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে। দামিয়েত্তা শহর এলাকায় পুলিশ জনতার ওপর লাঠিপেটা করতে দেখা গেছে। শহরটির একটি এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলিও ছুড়েছে।

স্বায়ত্তশাসিত গিজা এলাকার আল-ব্লিদা গ্রামে বিক্ষোভে পুলিশের গুলিতে সামি ওয়াগদি নামে ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

কিছু কিছু জায়গায় রাত পর্যন্ত বিক্ষোভ চলে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব বিক্ষোভের ভিডিও ফুটেজ শেয়ার করছেন নেটিজেনরা।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone