এবার আরবি ভাষা শিকছেন ক্যাটরিনা
অনলাইন ডেস্ক : ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবির জন্য বাইক চালানো শেখা, ‘মেরে ব্রাদার কি দুলহান’ ছবিতে গিটার বাজানো, ‘ধুম থ্রি’র জন্য দড়ি বেয়ে বাজিকরের কাজসাজি শেখার পর এবার বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবার আরবি ভাষা শেখা শুরু করেছেন।
তার নতুন ছবি ‘ফ্যান্টম’র জন্যই তিনি এই ভাষা শিখছেন। নতুন ছবি ‘ফ্যান্টম’ এ একজন ফটোসাংবাদিকের চরিত্রে অভিনয় করবেন ক্যাটরিনা। ছবিতে তার চরিত্রকে যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য আরবি ভাষা শিখছেন তিনি।
পাশাপাশি ঋত্বিকের বিপরীতে সিদ্ধার্থ আনন্দের ‘ব্যাং ব্যাং’ এবং রণবীর কাপুরের বিপরীতে ‘জজ্ঞা জাসস’ ছবির কাজও চালিয়ে যাবেন তিনি।
কবির খান পরিচালিত ‘ফ্যান্টম’ ছবিতে ক্যাটরিনার বিপরীতে থাকছেন সাইফ।