লংকাবাংলা ফাইন্যান্স ও শাইনপুকুর স্যুটসের মধ্যে সমঝোতা চুক্তি
সম্প্রতি লংকাবাংলা ফাইন্যান্স লি. এর হেড অব রিটেইল বিজনেস খোরশেদ আলম ও শাইনপুকুর স্যুটস এর হেড অব অপারেশন বিশ্বজিৎ সাহা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তির মাধ্যমে লংকাবাংলার ক্রেডিট কার্ড ব্যবহারকারীগণ শাইনপুকুর স্যুটস থেকে হোটেল পরিসেবার উপর সর্বোচ্চ ৬০% ডিসকাউন্ট এবং ব্যুফে লাঞ্চ ও ডিনারের ক্ষেত্রে বাই ওয়ান গেট টু সুবিধা উপভোগ করতে পারবেন।
অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্স এর হেড অব কার্ডস মো. মিনহাজ উদ্দিন, হেড অব কার্ডস সেলস এবং মার্চেন্ট রিলেসনশিপ খাজা ওয়াছিউল্লাহ এবং এর শাইনপুকুর স্যুটস এর হেড অব সেলস (আর. ডি) মাসুদ রানাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।