শেখ হাসিনা–নরেন্দ্র মোদির বৈঠক ডিসেম্বরে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আগামী ডিসেম্বরে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
মন্ত্রী বলেন, ডিসেম্বরে প্রতিবেশী দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠক হবে। করোনা পরিস্থিতি বিদ্যমান থাকলে তাদের বৈঠকটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। আর পরিবেশ স্বাভাবিক থাকলে সরাসরি বৈঠকটির আয়োজন করা হবে। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। বিশেষ করে যেসব বিষয় এখনো অমীমাংসিত রয়েছে, তা গুরুত্ব পাবে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামীকাল (মঙ্গলবার) বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা ভার্চুয়াল বৈঠক করবেন। সেখানে তিস্তার অমীমাংসিত পানি বণ্টন ইস্যু ছাড়াও সাতটি অভিন্ন নদীর পানি বণ্টন, সীমান্ত হত্যা, এলওসি ও দ্বিপাক্ষিক নানা ক্ষেত্রে আলোচনা হবে।