শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়বে : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়বে। কতদিন বাড়বে সে তারিখ শিগগিরই জানিয়ে দেয়া হবে। এছাড়া এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে আগামী সপ্তাহের সোম/মঙ্গলবার সুনির্দিষ্টভাবে পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রকাশ করা হবে।
আজ দুপুরে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষা নেয়ার বিষয়ে আমাদের সব প্রস্তুতি, সব কিছু আমাদের ষোলআনা আছে। আমাদের প্রশ্ন আছে, প্রশ্ন জায়গামতো আছে, সবই আছে।
Posted in: জাতীয়