আজ ৪শ জনকে টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স
আজ ৪শ জনকে টিকিট দিচ্ছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। যারা রিটার্ন টিকিট করে দেশে এসে করোনায় আটকা পড়েছেন, তারাই এই টিকিট পাচ্ছেন।
এয়ারলাইন্স কর্মকর্তারা জানান, এ-১ থেকে এ-২০০ ও বি-১ থেকে বি-২০০ এই ৪০০ প্রবাসী যাত্রী আজ সৌদি ফিরে যাওয়ার টিকিট পাবেন। সকাল সাড়ে ৯টায় টিকিট বিক্রি শুরু হয়েছে। আগামী ৪ অক্টোবর পরবর্তী টোকেন বিতরণ করা হবে বলে জানা গেছে।
Posted in: জাতীয়