পুলিশ কনস্টেবলের নিখোঁজ লাশ উদ্ধার
মুন্সীগঞ্জ প্রতিবেদক : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে জলদস্যুদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিখোঁজ কনস্টেবল আব্দুল মালেকের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় ওই কনস্টেবলের লাশ উদ্ধার করে ডুবুরি দল।
গজারিয়া থানার ওসি মামুনুর রশীদ জানান, মঙ্গলবার দিনগত রাত সোয়া ২টার দিকে মেঘনা নদীতে টহলরত নৌ পুলিশের সঙ্গে জলদস্যুদের বন্দুকযুদ্ধ হয়। সে সময় জলদস্যুদের লক্ষ্য করে পুলিশ ১০ রাউন্ড গুলি ছোড়ে। এতে কনস্টেবল মালেক গুলিবিদ্ধ হয়ে মেঘনায় ডুবে যান। ঢাকা থেকে ডুবুরী দল মেঘনা সেতুর দক্ষিণ পাশে বুধবার সকাল থেকে উদ্ধার তৎপরতা শুরু করে।
ডাকাতরা গুলিবিদ্ধ হলেও কুয়াশার কারণে তাদের আটক করা যায়নি। বন্দুকযুদ্ধের সময় তিন পুলিশ সদস্যও আহত হন বলে জানিয়েছেন ওসি।