বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Wednesday, January 8, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » মালয়েশিয়ায় ফের বাড়ছে করোনা সংক্রমণ

মালয়েশিয়ায় ফের বাড়ছে করোনা সংক্রমণ 

155729_bangladesh_pratidin_malysia-bdp

করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ নিয়ে বিশ্বজুড়ে প্রশংসা অর্জন করা পর্যটন নগরী মালয়েশিয়ায় আবারও হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। টানা লকডাউনে করোনা পরিস্থিতি একেবারে সহনীয় পর্যায়ে এলেও সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে আবারও বাড়তে শুরু করেছে এ মহামারি। গেল সপ্তাহজুড়ে সংক্রমণের সংখ্যা শতাধিক হয় বেশ কয়েকবার।

কিন্তু গত বৃহস্পতিবার ও শুক্রবার সংক্রমণের সংখ্যা ছাড়ায় আড়াই শতাধিক। শুক্রবার দেশটিতে সংক্রমিত হয় ২৮৭ জন, যে সংখ্যা সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি।

তবে সাম্প্রতিক এ সংক্রমণের বেশির ভাগই দ্বীপ প্রদেশ সাবাহকেন্দ্রীক। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনকে ঘিরে জনসমাগম ও অনিয়ন্ত্রিত জীবন-যাপনের কারণেই ওই রাজ্যে করোনা সংক্রমণ বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

সংক্রমণ ঠেকাতে আজ শনিবার জরুরি সভা ডাকেন প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন। নতুন এ সংক্রমণ চিন্তার কারণ হয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগের। দেশজুড়ে স্বাস্থ্য সচেতনতা আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি তান সেরী ডা নুর হিশাম আব্দুল্লাহ। এক সংবাদ সম্মেলনে তিনি সংক্রমণ বৃদ্ধি পেলেও নতুন করে লকডাউনে কড়াকড়ি আরোপ করা হবে না বলেও জানিয়েছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী মালয়েশিয়ায় এখন পর্যন্ত ১১ হাজার ৭৭১ জন করোনায় সংক্রমিত হয়েছে, যার মধ্যে ১০ হাজার ৯৫ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন এবং মারা গেছেন ১৩৬ জন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone