বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Wednesday, January 8, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » যোগী-পুলিশের ধাক্কা, রাজপথে নামছেন মমতা ব্যানার্জি

যোগী-পুলিশের ধাক্কা, রাজপথে নামছেন মমতা ব্যানার্জি 

141035_bangladesh_pratidin_momta

উত্তরপ্রদেশের হাথরাসকাণ্ড নিয়ে সুর আরও চড়ানোর পথে তৃণমূল। যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ পুলিশ শুক্রবার আটকে দিয়েছিল তৃণমূল সাংসদদের। পুলিশের ধাক্কায় ধরাশায়ী হয়েছেন রাজ্যসভার তৃণমূল দলনেতা ডেরেক ও’ব্রায়েন।

এদিকে শনিবার বিকেলে কলকাতার রাজপথে নামছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

উত্তরপ্রদেশের হাথরাসে দলিত তরুণীকে গণধর্ষণ করে খুন এবং তারপর সেখানকার পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মমতা আগেই নিন্দায় সরব হয়েছিলেন। শনিবার সেই ইস্যুতেই মিছিল করতে চলেছেন তিনি।

আজ আবারও হাথরাসে ধর্ষণে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাবেন কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। গত বৃহস্পতিবার নির্যাতিতার বাড়িতে যাওয়ারচেষ্টাকালে যোগী পুলিশের ধাক্কা-বাককিতণ্ডার এক পর্যায়ে আটক হয়েছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা।

প্রসঙ্গত, গত মঙ্গলবার উত্তরপ্রদেশের হাথরাসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার এক তরুণী রাজধানী নয়াদিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে উত্তরপ্রদেশ পুলিশ পরিবারের সদস্যদের বিনাউপস্থিতিতে রাতের আঁধারে ওই তরুণীর মরদেহ পুড়িয়ে দেয়। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone