সানি লিওন আবারও আলোচনায়
বিনোদন ডেস্ক : আবারও আলোচনায় সানি লিওন। এবারের তাকে নিয়ে সোরগোলের কারণ, এ অভিনত্রেীর সিনেমা রাগিনি এমএমএস-টু। সিনেমাটির ৩ মিনিট ব্যাপ্তির ট্রেলরটি প্রকাশের পরই তা দেখার নতুন রেকর্ড হয়েছে। ২০১১ সালে রাগিনি এমএমএস সিনেমার দ্বিতীয় সংস্করণ এটি। এ বছরের জানুয়ারিতে ছবিটি মুক্তির কথা থাকলেও পরে ২ মাস পিছিয়ে মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে মার্চ ২০১৪। রাগিনি এমএমএস টু পরিচালনা করছেন ভূষণ পেটেল।
ভারতের অনলাইন সংবাদমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউ টিউবের বক্স অফিসে ফের সুপার হিট সানি লিওন। একতা কাপুর প্রযোজিত হরোর সিনেমা রাগিনি এমএমএস-টু-এর ট্রেলর প্রকাশ পেতেই তা দেখার জন্য সানি লিওন ভক্তরা হুমড়ি খেয়ে পড়েছেন। বলাই বাহুল্য উত্সাহের কেন্দ্রবিন্দুতে সেই কানাডিয়ান পর্নস্টার।
২ ফেব্রুয়ারি পোস্ট করা ট্রেইলারে সানি কতটা উত্তেজক দৃশ্যে অভিনয় করলেন তাই দেখতে রীতিমত হুড়হুড়ি লেগে গেছে। অবাক করা তথ্য হল, ধুম থ্রি, কৃষ থ্রিয়ের পর প্রথম তিন ঘণ্টায় সবচেয়ে বেশীবার ইউ টিউবে দেখা হয়েছে।