সাউদিয়া এয়ারলাইন্সের টোকেন কার্যক্রমে ধীরগতি, বিক্ষুব্ধ প্রবাসীরা
রাজধানীর কারওয়ান বাজারে সাউদিয়া এয়ারলাইন্সে কার্যালয়ে রাত থেকে অপেক্ষায় ছিলেন প্রবাসীরা। এয়ারলাইন্সের টোকেন দেওয়ার কার্যক্রমে ধীরগতিতে রবিবার সকালে বিক্ষুব্ধ হয়ে ওঠেন তারা।
সকালে টোকেনের জন্য প্রবাসীরা ভিড় ঠেলে এবং ধাক্কাধাক্কি করে সোনারগাঁ হোটেলের গেট দিয়ে তিন দফায় ভেতরে ঢোকার চেষ্টা করেন। তখন তারা ভেতরে ঢুকতে না পেরে সোনারগাঁ হোটেলের গেট ভাঙচুর করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে।
পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে সকাল ৯টার পর শুরু হয় টোকেন বিতরণ কার্যক্রম। টোকেন দিতে ধীরগতির কারণে সেখানেও ক্ষোভ প্রকাশ করেন প্রবাসীরা। অবস্থান নেন হোটেলের লবির সামনে। তবে চরম বিশৃঙ্খলার মাঝেও যারা টোকেন পাচ্ছেন তারা স্বস্তি প্রকাশ করেছেন।
গতরাত থেকেই সাউদিয়া এয়ালাইন্স অফিসের সামনে জড়ো হতে থাকেন হাজারো টোকেন প্রত্যাশী। তাদের বেশিরভাগই প্রায় এক সপ্তাহ ধরে টিকিটের প্রত্যাশায় লাইনে দাঁড়াচ্ছিলেন।