বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Wednesday, January 8, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » অসুস্থতার সংবাদের পরই ট্রাম্প-বিরোধী সকল বিজ্ঞাপণ প্রত্যাহার ডেমক্র্যাটদের

অসুস্থতার সংবাদের পরই ট্রাম্প-বিরোধী সকল বিজ্ঞাপণ প্রত্যাহার ডেমক্র্যাটদের 

100629_bangladesh_pratidin_Untitled-2

প্রেসিডেন্ট ট্রাম্পের অসুস্থতার সংবাদ জানার পরই যো বাইডেনের প্রচার কমিটি ট্রাম্পের সমালোচনামূলক সকল বিজ্ঞাপণ প্রত্যাহার করে নিয়েছে।

শুক্রবার রাতেই টিভিসহ বিভিন্ন মাধ্যমে ট্রাম্পের ব্যর্থ নেতৃত্ব এবং গণবিরোধী আচরণের কঠোর সমালোচনা এবং আনুষঙ্গিক তথ্য-প্রমাণের যত বিজ্ঞাপণ ছিল সবগুলো বন্ধ হয়ে গেছে।

বাইডেন টিমের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাম্পকে যখন ওয়াল্টার রীড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছিল ঠিক সে সময়েই এমন নেতিবাচক প্রচারণা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়।

শুক্রবার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে সাথে নিয়ে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস তহবিল সংগ্রহের অনুষ্ঠান করেন লাসভেগাসে। সেখানেও বক্তব্য প্রদানের সময় বারাক ওবামা ও কমলা হ্যারিস ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করেছেন। সে সময় তারা ফার্স্টলেডি মেলানিয়ে ট্রাম্পের জন্যে সকলের দোয়া চেয়েছেন।

এদিকে, ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনায় শনিবার রাতে বিভিন্ন সিটিতে মোমবাতি জ্বালিয়ে বিশেষ প্রার্থনা-সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘উইমেন ফর ট্রাম্প’র ব্যানারে টি পার্টির সংগঠক এ্যামি ক্রেমারের আহ্বানে রাত পৌণে ৯টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয় ট্রাম্পের নির্বাচন প্রচার কমিটি জানিয়েছে।

হাসপাতাল থেকে শনিবার রাতে টুইটে প্রদত্ত এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তার জন্যে যারা দোয়া করছেন তাদের প্রতিও গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি ডেমক্র্যাটিক এবং রিপাবলিকান পার্টির নেতৃবৃন্দের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তার জন্যে সমবেদনা প্রকাশ এবং শুভ কামনার জন্যে।

চার মিনিটের এই ভিডিও বার্তায় ট্রাম্প উল্লেখ করেছেন, ‘আমি হাসপাতালে এসেছি, আমি খুব ভালোবোধ করছিলাম না। তবে এখন আমি অনেকটাই ভালো অনুভব করছি। আমরা সকলেই অক্লান্ত চেষ্টায় আছি পুনরায় কাজ শুরুর জন্যে। আমাকে ফিরতেই হবে, কারণ আমেরিকানদের আবারো মহান করতে কাজ করতে হবে। এ লক্ষ্যে আমরা ইতিমধ্যেই অনেকটা এগিয়েছি, তবে চূড়ান্ত লক্ষ্য অর্জনে আরো অনেক কিছুই করতে হবে।’

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone