বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » প্রযুক্তি » ল্যাপটপ ব্যবহারের কিছু টিপস

ল্যাপটপ ব্যবহারের কিছু টিপস 

0,,17032858_303,00

প্রযুক্তি ডেস্ক : যারা ল্যাপটপ ব্যবহার করেন তারা হয়তো অনেকেই এর সব নিয়ম কানুন সম্পর্কে অবগত নন। ল্যাপটপের পারফরমেন্স ভালো রাখতে কিছু নিয়ম মেনে চলতে হয়-

ব্যাটারি দিয়ে ল্যাপটপ চালানো না লাগলেও ২/৩ সপ্তাহে মাঝে মাঝে ব্যাটারি থেকে চালাতে হবে, এছাড়া ব্যাটারির আয়ু কমে যাবে।
ব্যাটারিতে ল্যাপটপ চালানোর সময় স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে দিন।
মাঝে মাঝে ব্যাটারির কানেক্টর লাইন পরিষ্কার করুন।
ভালো মানের এন্টিভাইরাস ব্যবহার করুন।
দরকারি ছাড়া অন্য উইন্ডোগুলো মিনিমাইজ করে রাখুন।
হার্ডডিস্ক থেকে মুভি-গান প্লে করুন, কারণ সিডি/ডিভিডি র‌্যাম অনেক বেশি পাওয়ার নেয়।

এয়ার ভেন্টের পথ খোলা রাখুন, সহজে বাতাস চলাচল করে এমনভাবে ল্যাপটপ পজিশনিং করুন, সরাসরি সূর্যের আলোতে রাখবেন না।
শাট ডাউনের পরিবর্তে হাইবারনেট অপশন ইউজ করুন।
ব্লু-টুথ ও ওয়াই-ফাই কানেকশন বন্ধ রাখুন।
হার্ডডিস্ক ও সিপিইউ-এর মেইনটেন্যান্সে কোনো কাজ করবেন না।
অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো বন্ধ করুন।

আপাতত দরকার নেই এমন প্রোগ্রাম আনইনস্টল করুন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone