মা হচ্ছেন বিদ্যা বালান
অনলাইন ডেস্ক : মা হতে চলেছেন বিদ্যা বালান? গোপন সূত্রে খবর, মুম্বাইয়ের শহরতলির এক মাল্টি স্পেশালিটি হাসপাতালে নাকি প্রায়ই দেখা যাচ্ছে বিদ্যকে। কখনো কখনো নাকি পুরো পরিবারে সঙ্গেও দেখা যাচ্ছে তাকে। শোনা যাচ্ছে, এর পেছনে নাকি থাকতে পারে সুখবরের আভাস।
বিদ্যা প্রায়ই হাসপাতালে গেলেও তার কারণ যাতে সংবাদ মাধ্যাম জানতে না পারে এর জন্য নাকি হাসপাতাল কর্তৃপক্ষকে বিশেষ অনুরোধ করেছেন তিনি। তবে কি এবার মা হতে চলেছেন ডার্টি বিদ্যা? যদিও এ ব্যাপারে মুখ খুলতে চাননি ববি জাসুস।
২০১২ সালের ১৪ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন বিদ্যা বালান ও সিদ্ধার্থ রায় কাপুর। এর আগে ৩ বছর দুজনের গভীর সম্পর্ক থাকলেও কেউ জানতে পারেনি সেই সম্পর্কের কথা।