সাঙ্গাকারার দ্বিশতক : রানের পাহাড়ে শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে সাঙ্গাকারা রানের পাহাড়ে টেনে তুললেন নিজেকে। প্রথম দিন ৫০ রানের মধ্যেই শ্রীলঙ্কা ২ ব্যাটসম্যানকে হারানোর পর দলের হাল ধরেছিলেন তিনি।
১৬০ রানে দ্বিতীয় দিন খেলতে নেমে ক্যারিয়ারের নবম দ্বিশতক পূর্ন করেন তিনি। ৩৩টি শতক করা সাঙ্গাকারা (২২৪) মঙ্গলবার ৩৪তম শতক পূর্ণ করেন।
দেখে-শুনে খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষার পাশাপাশি নিজের রানের ঝুলি করলেন পূর্ণ। আর স্বাগতিকদের হলেন গলার কাটা। ক্রিজে থাকা অপর ব্যাটসম্যান অজন্তা মেন্ডিস ১৩ রান করেছেন।
লাঞ্চের পর আবারও ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার বর্তমান স্কোর ৪৪১/৭।
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৭২ রানে মাহমুদউল্লাহ বলে জয়াবর্ধনে বিদায় নিলেও ৩৪তম শতক ও নবম দ্বিশতক পূর্ণ করে কিংবদন্তী ব্রায়ান লারা পাশে নিজে নাম লেখিয়েছেন সাঙ্গাকারা। এ পর্যন্ত সর্বাধিক দ্বিশতক করেছেন স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান।
প্রথম দিন শেষে শ্রীলঙ্কা ৫ উইকেটে ৩১৪ রান সংগ্রহ করে। ১১০তম ওভারের শেষ বলে নাসির হোসেনের ব্র্যাক থ্রুতে বিদায় নেন কিথুরুয়ান ভিথানাগে (৩৫)। এর পরের ওভারে সাকিবের এলবিডব্লিউর শিকাড় হন দিলরুয়ান পেরেরা (১)।