বিকেলে আ.লীগের সংবাদ সম্মেলন
এইদেশ এইসময়, ঢাকা : বিএনপির চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেত্রী খালেদা জিয়ার বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে আওয়ামী লীগ।
দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে বিকেল তিনটায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বুধবার দলটির দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বক্তব্য রাখবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Posted in: জাতীয়