বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Thursday, January 9, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » ২৮২টি পাটপণ্যকে বহুমুখী পাটজাতপণ্য হিসেবে ঘোষণা

২৮২টি পাটপণ্যকে বহুমুখী পাটজাতপণ্য হিসেবে ঘোষণা 

173006_bangladesh_pratidin_download-(2)

সরকার ২৮২ রকমের দৃষ্টিনন্দন পাটপণ্যকে বহুমুখী পাটজাতপণ্য হিসেবে ঘোষণা করেছে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা বিবেচনায় এবং পাটশিল্পের বিশ্বব্যাপী সম্প্রসারণে এ উদ্যোগ নিয়েছে সরকার।

গত ৬ অক্টোবর বস্ত্র ও পাট মন্ত্রণালয় বহুমুখী পাটজাতপণ্যের নামসহ একটি তালিকা প্রকাশ করেছে। পাট আইন, ২০১৭ অনুযায়ী, বহুমুখী প্রচলিত পাটজাতপণ্য যেমন- হেসিয়ান, সেকিং, সিবিসি এবং ০৬ (ছয়) কাউন্ট ও তদূর্ধ্ব পাট সূতা ছাড়া এইরূপ কোনো পণ্য যে পণ্য প্রস্তুতে পাট বা পাটজাত দ্রব্য ব্যবহারের আধিক্য ন্যূনতম পঞ্চাশ ভাগ।

জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) মাধ্যমে পাটপণ্যের বহুমুখীকরণ ও ব্যবহারের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বহুমুখী পাটজাতপণ্যের প্রায় ৭০০ উদ্যোক্তা বিভিন্ন ধরনের দৃষ্টিনন্দন পাটপণ্য উৎপাদন করছেন যার অধিকাংশই বিদেশে রপ্তানি করা হচ্ছে। বহুমুখী পাটজাতপণ্যকে দেশে জনপ্রিয় করতে প্রচার প্রচারণাসহ দেশে-বিদেশে বিভিন্ন মেলার আয়োজন করা হচ্ছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone