বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Thursday, January 9, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরাও দাবি করছি : হানিফ

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরাও দাবি করছি : হানিফ 

172228_bangladesh_pratidin_hanif

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, সম্প্রতিকালে ধর্ষণের কয়েকটি ঘটনায় গোটা জাতি উদ্বিগ্ন এবং এটি নিয়ে মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে। ধর্ষণের প্রতিবাদে চলা আন্দোলনের ব্যাপারে আমরা সুস্পষ্ট একটা বিষয় জানিয়ে দিতে চাই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হোক এটা আমরাও দাবি করছি।

আজ রবিবার তার নিজস্ব ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। মাহবুব-উল আলম হানিফ বলেন, ইতিমধ্যেই আমাদের সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া এবং এ ব্যাপারে আইনের যথাযথ সংশোধন আগামী সোমবার কেবিনেটে উপস্থাপন করতে নির্দেশ দিয়েছেন। সেই হিসেবে আমরা আশা করি যে আগামী সোমবার কেবিনেটে উপস্থাপনের ভিত্তিতে আগামী সংসদে আইনটা পাশ হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে এই ধর্ষণের বিরুদ্ধে এবং সকল অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে গিয়েছেন। ইতিমধ্যেই যে সমস্ত ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনার বিরুদ্ধে সরকার কিন্তু কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। আমরা যদি দেখি ফেনী ফুলগাজীর ধর্ষণের ঘটনায় ১৭ জনকে ফাঁসি দেয়া হয়েছে।

ক্ষমতাসীন দলের এই যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, আমাদের প্রত্যেক পরিবারের, প্রত্যেক পিতামাতার দায়িত্ব হচ্ছে আপনার ঘরের সন্তানের প্রতি আগে নজর রাখুন। আপনার সন্তান কি করছে, তারা কখন কার সাথে মিশছে বা তাদের চালচলন কেমন, তারা কোনও মাদকের সাথে সংযুক্ত হচ্ছে কিনা বা
কোনও অনৈতিক কাজের সাথে জড়িত হচ্ছে কিনা।

মাহবুব-উল আলম হানিফ বলেন, আপনারা ঘর থেকে যদি আপনাদের সন্তানদের সঠিকভাবে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন তাহলে আপনার পরিবার থেকেই একটা সমাজ আদর্শ মানুষ দাঁড়াই গঠিত হবে এবং সেখানে মানুষের মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone