বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, January 10, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » ধর্মচর্চায় হ্রাস হয় নৈতিক অবক্ষয়: সমাজকল্যাণমন্ত্রী

ধর্মচর্চায় হ্রাস হয় নৈতিক অবক্ষয়: সমাজকল্যাণমন্ত্রী 

203825_bangladesh_pratidin_somaj

বর্তমানে সমাজে নানা ধরনের অবক্ষয়ের চিত্র প্রকট আকার ধারণ করেছে। সমাজের এসব অবক্ষয় রোধ ও বিশৃঙ্খলা হ্রাসে সবার ধর্মীয় অনুশাসন মেনে চলা উচিত।’

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) লালমনিরহাট জেলার কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার পূজামণ্ডপে সরকারি অনুদান বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি এসব কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার এই বক্তব্যের কথা জানানো হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘ধর্মীয় সম্প্রীতি বাঙালির হাজার বছরের ঐতিহ্য। হিন্দু ধর্মাবলম্বীরা সংখ্যালঘিষ্ঠ, তাই সমাজের সবাইকে তাদের সব পূজা-পার্বণে সহযোগিতা করতে হবে। হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা প্রতিবছরের মতো এবারও উৎসবমুখরভাবে উদযাপিত হবে।’

বর্তমান প্রেক্ষাপটে সবাইকে নিজ নিজ ধর্মের অনুশাসন মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রতিবছর সরকার হিন্দু সম্প্রদায়ের মানুষের ধর্মীয় আচার-অনুষ্ঠানকে সফল করার জন্য অনুদান প্রদান করছে। ধর্ম হলো একটি বন্ধন, এ বন্ধন মানুষের কল্যাণের জন্য, মানুষের উন্নয়নের জন্য। ধর্মীয় অনুশাসন সকলকে যথাযথভাবে মেনে চলতে হবে। ধর্মের কারণেই মানুষ শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করে, মানুষের সঙ্গে মানবিক আচরণ করে। ধর্মচর্চা নৈতিক অবক্ষয় হ্রাস করে।’

অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলার ৮৬টি ও আদিতমারী উপজেলার ১১০টি পূজামণ্ডপে সরকারি ও সমাজকল্যাণমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে অনুদান বিতরণ করা হয়। কালীগঞ্জ উপজেলা পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone