বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Thursday, January 9, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » রাজার কাছে প্রধানমন্ত্রীত্বের জন্য সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিলেন আনোয়ার ইব্রাহিম

রাজার কাছে প্রধানমন্ত্রীত্বের জন্য সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিলেন আনোয়ার ইব্রাহিম 

212604_bangladesh_pratidin_ibrahim-news-pic

মালয়েশিয়ার রাজার সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রীত্বের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ উপস্থাপন করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম।

মঙ্গলবার সকালে রাজপ্রাসাদে রাজা আল সুলতান আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন আনোয়ার। পরে সাংবাদিকদের সঙ্গে

আলাপকালে তিনি জানান, রাজার কাছে প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া হয়েছে। তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

সংবিধান অনুযায়ী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পেতে দেশটির ২২২ আসনের পার্লামেন্টে ১১২ জন এমপি-র সমর্থন প্রয়োজন।

তবে আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, তার প্রতি ১২০ জনেরও বেশি এমপি-র সমর্থন রয়েছে। সংবাদ সম্মেলনে আনোয়ার বলেন, ১২০ জনেরও বেশি এমপি আমার সঙ্গে রয়েছেন। তবে রাজা আগামী কয়েক দিনের মধ্যে বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রধানদের সঙ্গে কথা বলবেন। তাই আমাদের ধৈর্য ধারণ করে রাজার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।

সংবাদমাধ্যম মালয়েশিয়াকিনি জানিয়েছে, বিষয়টি নিয়ে আলোচনার জন্য রাজপ্রাসাদের আমন্ত্রণ পেয়েছেন ডিএপি এবং এমআইসি-এর মতো দলগুলোর নেতারা।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone