বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Thursday, January 9, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ২০২২ সালের মধ্যে করোনার আগের অবস্থায় ফিরবে ইউরোপের অর্থনীতি

২০২২ সালের মধ্যে করোনার আগের অবস্থায় ফিরবে ইউরোপের অর্থনীতি 

193858_bangladesh_pratidin_jarman

জার্মানির অর্থমন্ত্রী ওলাফ শলৎস বলেছেন, অবশ্যই ২০২২ সালের মধ্যে ইউরোপের অর্থনীতি করোনাভাইরাস মহামারির আগের অবস্থায় ফিরে আসবে। তবে, এ জন্য এই অঞ্চলের নেতাদের একসঙ্গে কাজ করতে হবে।

সোমবার সংবাদ মাধ্যম সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন আত্মবিশ্বাস ও কর্ম পরিকল্পনার কথা বলেন।

তিনি বলেন, যদি তথ্য-উপাত্ত দেখি তাহলে অবশ্যই আমাদের ভবিষ্যতের স্বচ্ছ প্রতিচ্ছবি দেখা যাবে। আমাদের অর্থনীতি বাড়ছে। আমাদের সামনে সুযোগ আছে। ২০২২ সালের শুরুতেই আমরা করোনার আগের অবস্থায় আমাদের অর্থনীতিকে নিয়ে যেতে পারব। এমনকি এর আগেও সম্ভব হওয়ার সম্ভাবনাও রয়েছে। উন্নয়ন-অগ্রগতির পরিষ্কার ছবি আমরা দেখতে পেলেও এটা অবশ্যই মনে রাখতে হবে আমরা একে অপরের ওপর নির্ভরশীল। এই নির্ভরশীলতা অর্থনীতির ক্ষেত্রে আরও প্রকট।

ওলাফ শলৎস আরও বলেন, অর্থনীতির জন্য এটা বেশ ইতিবাচক যে ইউরোপের নেতারা একসঙ্গে কাজ করছে। এতে এটাই বোঝা যায়, সংকট মোকাবিলার যুদ্ধ করতে পারে ইউরোপ। এবং তিনি আশা করেন যে, ইউরোপীয় ইউনিয়নের যে একীভূত বাজেট ঘোষণার প্রস্তাব আছে, তা পাস হবে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone