আরও ২৭ আর্মেনীয় নিহত, আজারবাইজানের সমর্থনে যা বলল কাতার
সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে আর্মেনিয়া ও আজারবাইজান। চলমান এ যুদ্ধে আজারবাইজানের আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন জানিয়েছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ ধনী দেশ কাতার। খবর আজারবাইজানের সংবাদমাধ্যম আজভিশন এর।
বলা হয়েছে, গতকাল সোমবার বাকুতে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত ফয়সাল বিন আবদুল্লাহ আল-হেনজাব গানজা শহর পরিদর্শন করেন। এসময় বেসামরিক নাগরিকদের হামলায় লক্ষ্যবস্তু করায় আর্মেনিয়ার প্রতি নিন্দা জানিয়ে তিনি সাংবাদিকদের বলেন, আমি পুনর্ব্যক্ত করছি কাতার ভ্রাতৃপূর্ণ আজারবাইজানের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানাচ্ছে। শুধু আরব দেশ বলেই নয়, সব সভ্য দেশের উচিত বেসামরিক নাগরিকদের হামলার লক্ষ্যবস্তু বানানোর বিরুদ্ধে অবস্থান নেয়া। আমরা চাই এই সংঘাতের শান্তিপূর্ণ সমাধান, যা বছরের পর বছর ধরে চলছে।
এদিকে, যুদ্ধবিরতির পরও সংঘর্ষে লিপ্ত আর্মেনিয়া ও আজারবাইজান। নাগর্নো-কারাবাখ অঞ্চলের আর্মেনিয়ান কর্মকর্তারা জানিয়েছেন, আজারবাইজানের হামলায় নতুন করে তাদের আরো ২৭ জন সেনা নিহত হয়েছে। এ নিয়ে গত ২৭ সেপ্টেম্বর দুই প্রতিবেশীর মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আর্মেনিয়ার ৫৪২ জন সেনা প্রাণ হারাল।
অন্যদিকে আজারবাইজানের সামরিক বাহিনীরও বেশ কিছু সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে বাকু। তবে তারা সঠিক সংখ্যা প্রকাশ করেনি। উল্লেখ্য, নাগর্নো-কারাবাখ নিয়ে দেশ দুটির মধ্যে দীর্ঘ লড়াইয়ের ইতিহাস রয়েছে। ১৯৯০-এর দশক সংঘটিত যুদ্ধে উভয় পক্ষের প্রায় ৩০ হাজার মানুষ নিহত ও ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার পর এবারের লড়াইটি সবচেয়ে খারাপ পর্যায়ে চলে গেছে।