নির্বাচনে হারলে দল থেকে পদত্যাগ করবেন জেসিন্ডা আরডার্ন
আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউজিল্যান্ডে সাধারণ নির্বাচন। জরিপে ১৫ পয়েন্টে এগিয়ে বর্তমান প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। তাই ভোটের দুই দিন আগে তার বলিষ্ঠ অঙ্গীকার নির্বাচিত না হলে সরে দাঁড়াবেন দল থেকেই। তবে তিনি জানিয়েছেন, পার্লামেন্টে না থাকলেও রাজনীতি চালিয়ে যাবেন তিনি।
জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, বিরোধীদের থেকে ১৫ পয়েন্টে এগিয়ে ক্ষমতাসীন মাঝামাঝি বাম গড়ানার লেবার পার্টি। নির্বাচনের দুই দিন আগে টেলিভিশনে সম্প্রচারিত সবশেষ বিতর্কে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরডার্ন দৃঢ়তার সঙ্গে জানান, ভোটে হেরে গেলে বিরোধী দলীয় নেতা হিসেবে থাকবেন না তিনি। অর্থাৎ সরে দাঁড়াবেন লেবার পার্টির প্রধানের পদ থেকে।
কোভিড-১৯ সহ নানা সংকটের মধ্যে বেশ দক্ষতার সঙ্গে গত তিন বছর ধরে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন জেসিন্ডা। বেশ সাফল্যের সঙ্গে করোনাভাইরাস সংকটকে পরাস্ত করতে পেরেছে তার সরকার।
পূর্বের বছরগুলোতে সবটুকু দিয়েই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন বলে জানান জেসিন্ডা। তিনি বলেন, আমি কখনো মনে করি না, আমিই এখানে থাকব। তবে আমি আমার পুরোটুকু দিয়েই কাজ করব। আমার সামনে যে সংকটই আসুক কোনো ব্যাপার না। আমি আপনাদের সব সময় এই নিশ্চয়তা দেব যে, সর্বোচ্চটুকু দিয়ে আমি দায়িত্ব পালন করব। এমনটি বড় কোনো ত্যাগেও আমি তাই করব।”
নির্বাচন পর্যবেক্ষক টিভিএনজেটের জরিপে দেখা গেছে, নির্বাচনে ৪৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে লেবার পার্টি। ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে রক্ষণশীল ন্যাশনাল পার্টি।