আমিরাতের সঙ্গে সম্পর্কের চুক্তির বিপক্ষে ভোট দেয়ার সিদ্ধান্ত
ইসরায়েলের সংসদের আরব সদস্যরা আমিরাতের সঙ্গে সম্পর্ক স্থাপনের চুক্তির বিপক্ষে ভোট দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আরব সাংসদদের জোট আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
তারা বলেছে, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্থাপন এবং ডিল অব দ্য সেঞ্চুরি মেনে নেবেন না তারা। সম্প্রতি ফিলিস্তিনি তথা গোটা মুসলিম বিশ্বের বিরোধিতা উপেক্ষা করে দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে সংযুক্ত আরব আমিরাত।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এটাকে তাদের জন্য বড় সাফল্য হিসেবে তুলে ধরেছে। এরপরও ইসরায়েলের আইন অনুযায়ী এই চুক্তিকে সংসদে পাস করাতে হবে। আজ তা সংসদে উত্থাপন করা হবে বলে জানা গেছে।
ইসরায়েলের সংসদে এটি পাস হয়ে যাবে বলে জানা গেছে। তবে সংসদে যেসব আরব সদস্য রয়েছেন তারা এই চুক্তির বিপক্ষে ভোট দেবেন।
সংযুক্ত আরব আমিরাতের বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে এরিমধ্যে বিশ্বব্যাপী প্রতিবাদ হয়েছে। আরব আমিরাতের পর আরেক আরব মুসলিম দেশ বাহরাইনও বর্ণবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে।
ইসরায়েল হচ্ছে ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করে গড়ে ওঠা একটি অবৈধ রাষ্ট্র। তারা মুসলমাদের তৃতীয় পবিত্রতম স্থান বায়তুল মুকাদ্দাসও দখল করে রেখেছে।