বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Thursday, January 9, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » মেক্সিকোর সাবেক প্রতিরক্ষামন্ত্রী আমেরিকায় গ্রেফতার

মেক্সিকোর সাবেক প্রতিরক্ষামন্ত্রী আমেরিকায় গ্রেফতার 

131517_bangladesh_pratidin_Mexico

মেক্সিকোর সাবেক প্রতিরক্ষামন্ত্রী সালভাদর সিইনফিউগোসকে আমেরিকায় গ্রেফতার করা হয়েছে।

তার বিরুদ্ধে দুর্নীতির তদন্তে মার্কিন মাদক প্রশাসনের অনুরোধেই তাকে আটক করা হয়। সাবেক প্রেসিডেন্ট এনরিক পেনা নেইতোর অধীন ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত সালভাদর মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

পরিবারকে নিয়ে তিনি ভ্রমণে গেলে লসঅ্যাঞ্জেলেস বিমানবন্দরে বৃহস্পতিবার তিনি গ্রেফতার হন। খবর ওয়াল স্ট্রিট জার্নাল ও নিউ ইয়র্ক পোস্টের।

মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এলরাদ এক টুইট পোস্টে বলেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে এ বিষয়ে আমেরিকার পক্ষ থেকে আমাকে জানানো হবে।

মেক্সিকোর অনুসন্ধানী সাময়িকী প্রোসেসো জানিয়েছে, ‘গডফাদার অপারেশন’ নামে দীর্ঘমেয়াদি একটি তদন্তের ফলে তিনি গ্রেফতার হন। তার বিরুদ্ধে মাদকপাচার সংশ্লিষ্ট দুর্নীতির অভিযোগ রয়েছে।

এতে আরও বলা হয়, মাদকসম্রাট জোয়াকুইন ‘এল চাপো’ গুজমানের বিরুদ্ধে যখন মার্কিন কর্তৃপক্ষ সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করছেন, তখন আরও কিছু সামরিক কর্মকর্তাও তদন্তের আওতায় চলে এসেছেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone