বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » ফের শপথ নিল গণজাগরণ মঞ্চ

ফের শপথ নিল গণজাগরণ মঞ্চ 

sahabag ai

এইদেশ এইসময়, ঢাকা : এক বছর পূর্তিতে আবারো শপথ নিল গণজাগরণ মঞ্চ। এই শপথ হলো সব যুদ্ধাপরাধীর সাজা না হওয়া পর্যন্ত রাজপথে থাকার। জামায়াত-শিবির নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া এবং সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার শপথ।

বুধবার বিকেলে শাহবাগ চত্ত্বরে শপথ পাঠ করান মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। শপথ শেষে তার নেতৃত্বে মিছিল বের করা হয়। শাহবাগ থেকে মিছিলটি কারওয়ান বাজার হয়ে আবার শেষ হয় শাহবাগে।

অনেকের মধ্যে অংশ নেন চলচ্চিত্র ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসূফ বাচ্চু, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব হাসান ইমাম, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন, লাকি আক্তার, ফকির আলমগীর প্রমুখ।

৫ টি বিষয়ে শপথ পড়ানো হয়। দাঁড়িয়ে হাত তুলে শপথ নেন তারা। শপথ বাক্যগুলো ছিল : আমরা শপথ করছি যে, সকল যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো, যুদ্ধাপরাধীদের সকল অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বয়কট করবো, সাম্প্রদায়িক হামলা প্রতিরোধ করবো ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাবো।

যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদ ও তার ফাঁসি দাবিতে ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি শাহবাগে জন্ম হয় গণজাগরণ মঞ্চের। তাদের দাবির পরিপ্রেক্ষিতে আইন সংশোধন করা হয়। পরবর্তীতে ট্রাইব্যুনাল কাদের মোল্লার ফাঁসির আদেশ দেন। তা কার্যকরও করে রাষ্ট্র।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone