বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Thursday, January 9, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » তিন সপ্তাহের মধ্যে সরকার গঠন করবেন বিপুল ভোটে জয়ী জেসিন্ডা

তিন সপ্তাহের মধ্যে সরকার গঠন করবেন বিপুল ভোটে জয়ী জেসিন্ডা 

165801_bangladesh_pratidin_jashenda-news-pic

তিন সপ্তাহের মধ্যে নতুন সরকার গঠন করবেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। সাধারণ নির্বাচনে বিপুল ভোটে নিজ দলের জয়ের পর তিনি এই কথা জানান। আজ রবিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নির্বাচনের পর এখন নিউজিল্যান্ডে একক নাকি জোটবদ্ধ সরকার গঠন করা হবে, সে সম্পর্কে কিছু বলতে রাজি হননি জেসিন্ডা।

সংবাদ সম্মেলনে জেসিন্ডা বলেছেন, চূড়ান্ত ফল পাওয়ার আগে আরও তিন সপ্তাহ সময় আছে। এ সময়ের মধ্যে তারা সরকার গঠন নিয়ে কাজ করবেন। সরকার গঠন সম্পর্কে তিনি এখনই কোনো উপসংহার টানতে চান না।

দেশটিতে গতকাল স্থানীয় সময় সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে তা চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। অবশ্য দেশটির প্রায় ১০ লাখ ভোটার আগাম ভোট দেন। নির্বাচনে জেসিন্ডার লেবার পার্টি ১২০ আসনের মধ্যে ৬৪টি আসনে জয় পায়। এ জয়ের মধ্য দিয়ে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে লেবার পার্টি।

গত ৫০ বছরের মধ্যে লেবার পার্টির জন্য এটি সবচেয়ে বড় জয়। এখন লেবার পার্টি চাইলে এককভাবে সরকার গঠন করতে পারবে।

গত তিন বছর জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন জেসিন্ডার। গত নির্বাচনের পর গ্রিন পার্টি ও নিউজিল্যান্ড ফার্স্ট পার্টির সঙ্গে জোট বেধে সরকার গঠন করে জেসিন্ডার লেবার পার্টি।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone