পাকিস্তানে ভূমিধ্বসে যাত্রী নিয়ে চাপা পড়লো বাস
পাকিস্তানে ভূমিধ্বসে যাত্রীসহ একটি মিনিবাস চাপা পড়েছে।বাসটিতে ১৫ জন যাত্রী ছিল। এটি রাওয়ালপিন্ডি থেকে স্কার্দু শহরে যাচ্ছিল। রবিবার এই দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে দুর্ঘটনাস্থলে থাকা দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ওয়াকিল খান জানান, পাহাড়ি পথে যাওয়ার সময় বাসটি ভূমিধ্বসের কারণে গভীর খাদে পড়ে। পরবর্তী সময়ে এটি প্রচুর কাদা মাটি ও পাথরের নিচে চাপা পড়ে যায়।
উদ্ধারকর্মী ও স্থানীয়রা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। তবে যাত্রীদের জীবিত উদ্ধারের সম্ভাবনা কম বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
Posted in: আর্ন্তজাতিক