বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Thursday, January 9, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ইরানি পর্যটকদের ভিসা ছাড়া ভ্রমণের সুবিধা দেবে রাশিয়া

ইরানি পর্যটকদের ভিসা ছাড়া ভ্রমণের সুবিধা দেবে রাশিয়া 

104154_bangladesh_pratidin_zzzz7

এবার ভিসা ছাড়া ইরানের মানুষ রাশিয়া ভ্রমণের সুযোগ পাবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারভ জানিয়েছেন, ইরানের পর্যটকদের জন্য ভিসামুক্ত ভ্রমণের সুবিধা কার্যকর করা হবে। রাজধানী মস্কোয় তিনি এ কথা বলেন।

জাখারভ জানিয়েছেন, ইরান এবং রাশিয়ার মধ্যে এই বিষয়ে একটি চুক্তি হয়েছে এবং এবার রাশিয়ার পর্যটন সংস্থা এই চুক্তি বাস্তবায়নের কাজ করবে।

মারিয়া জাখারভ জানান, চুক্তি অনুযায়ী ইরানের পাঁচ থেকে ৫০ জনের একটি পর্যটক দলকে ভিসা ছাড়াই ১৫ দিনের সফরের অনুমতি দেওয়া হবে। তিনি বলেন, করোনাভাইরাস মহামারীর কারণে এই চুক্তি বাস্তবায়নের দেরি হয়েছে ।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone