মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা মূল্যায়ন পদ্ধতি ঘোষণা আজ
মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা মূল্যায়নের পদ্ধতি বিষয়ে ঘোষণা আসবে আজ বুধবার। বেলা ১২টায় ভার্চুয়াল প্লার্টফর্মে সংবাদ সম্মেলন করে কোন পদ্ধতিতে বার্ষিক পরীক্ষা পদ্ধতির মূল্যায়ন করা হবে, সে বিষয়ে জানাবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করে গতকাল মঙ্গলবার একটি সংবাদ বিবৃতি দেন।
উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের পাঠচর্চা অব্যাহত রাখতে অনলাইন ও টেলিভিশনের মাধ্যমে ক্লাস নেয়া হচ্ছে।