বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, January 10, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » পোল্যান্ডে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন

পোল্যান্ডে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন 

093835_bangladesh_pratidin_zzzz5

পোল্যান্ডে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে সুলতানা লায়লা হোসেনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সুলতানা লায়লা বর্তমানে মরক্কোর রাষ্ট্রদূত হিসেবে নিয়োজিত রয়েছেন। তিনি পররাষ্ট্র সার্ভিসের ১১তম ব্যাচের কর্মকর্তা। ক্যারিয়ারে সুলতানা লায়লা নয়াদিল্লি ও ইয়াঙ্গুনের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার ও কল্যাণ) হিসেবেও কাজ করেছেন তিনি।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone