ভিয়েতনামে ভয়াবহ বন্যায় শতাধিক লোকের প্রাণহানি
ভয়াবহ বন্যার কবলে ভিয়েতনামের লাখ লাখ মানুষ। বন্যা ও ভূমিধসে দেশটিতে এই মাসে এখন পর্যন্ত ১০৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছে দেশটির অনেক সেনা। অনেকে আবার এখনো নিখোঁজ।
রেড ক্রস এক বিবৃতিতে বলেছে, আমরা সর্বত্র দেখছি বাড়িঘর, রাস্তা এবং অবকাঠামো ডুবে গেছে।
সম্প্রতি দেশটিতে ভারি বৃষ্টিপাত দেখা দেয়। এরপরই বন্যার কবলে পড়ে দেশটি। আশঙ্কা করা হচ্ছে, সামনে আরো বৃষ্টিপাত বাড়বে, এতে বন্যার প্রকোপ বৃদ্ধি পেতে পারে।
ভিয়েতনামে রেড ক্রস সোসাইটির প্রেসিডেন্ট নুগেন থি শুয়ান থু বলেন, এই বিধ্বংসী বন্যা কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ।
বন্যায় ভিয়েতনামের অন্তত এক লাখ ৭৮ হাজার বাড়ি পানির নিচে তলিয়ে গেছে, খাদ্য শস্য নষ্ট হয়েছে এবং প্রায় সাত লাখ হাঁস-মুরগি এবং পশুপাখি মারা গেছে বা স্রোতে ভেসে গেছে।